আজ সমাহিত করা হবে ফুটবল কিংবদন্তি পেলের মরদেহ
পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফুটবল কিংবদন্তি পেলে। এবার তার শেষকৃত্যের পালা। ব্রাজিলে তার নিজ ক্লাব সান্তোসের মাঠেই অনুষ্ঠিত হবে ফুটবলের মহারাজার শেষকৃত্যের অনুষ্ঠান।
ব্রাজিলের স্থানীয় সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে তা। ২৪ ঘণ্টা এ মাঠেই থাকবে পেলের দেহ। এ সময় সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবেন পেলেকে।
শ্রদ্ধা শেষে সান্তোসের রাস্তা দিয়ে পেলের কফিন নিয়ে যাওয়া হবে তার মায়ের কাছে। এরপর ব্রাজিলের সান্তোসে মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিয়া নামে ১৪ তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে ফুটবল রাজা পেলেকে।
বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত ১টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন ক্লিনিকে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এ ফুটবলার শেষ নিশ্বাস ত্যাগ করেন।
