সাগরিকায় ইংলিশ বধ, হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
আগের দুই ম্যাচে একছত্র আধিপত্য দেখিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছিল সফরকারী ইংলিশরা। তবে সিরিজের শেষ ওডিআইতে দারুনভাবে ঘুরে দাঁড়িয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়াল স্বাগতিক বাংলাদেশ। ব্যাটে বলে আলো ছাড়িয়েছেন টাইগার ক্রিকেটের পোষ্টার বয় সাকিব আল হাসান। সেই সাথে ওডিআই ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সব কটা উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে। জবাবে বাটলার-মঈন আলীরা ৪৩.১ ওভারে ১৯৬ রানে প্যাকেট বন্দী হয়ে যায়। ফলে ৫০ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তামিম বাহিনী।
১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মিরপুরে ব্যর্থ হওয়া লিটন দাস চট্টগ্রামেও ছিলেন একই বৃত্তে। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ফিরে যান ১১ রান করে।
ওই বিপর্যয় সামাল টপ অর্ডারের নাজমুল শান্ত এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।পাঁচে ব্যাট করতে নামা বাঁ-হাতি সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন। তার ৭১ বলের ইনিংস সাজানো ছিল সাতটি চারের শটে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মুশফিকের ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে ছয় চারে ওই রান করেন।
তিনে নামা নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। বাংলাদেশ সাত বল থাকতে অলআউট হয় ২৪৬ রানে।
২৪৭ রানের জবাব দিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড দলের কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি। জেমস ভিন্স সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া উল্লেখযোগ্য রান সংগ্রাহকদের মধ্যে আছেন ফিল সল্ট ৩৫ রান ও ক্রিস ওকস ৩৪ রান।
ব্যাট-বলে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান হন ম্যাচ সেরা।
